কোন কোন মৃত্যু দেশ মাটি মানুষকে
নাড়ায় ভীষণ তাড়া খায় অনুভূতি
শোক তাপ ছড়ায় আকাশ বায়ু নদী
ঘরে ঘরে ভাল কথা শোনা যায় শুধু
জন্ম মৃত্যু সাগর ভাসাভাসি ঢেউ
দারুণ সুখের সকাল বেলার গান
আর যে বেদনা বিভোর রাতের ছবি
দিবস রজনী একে অপরে আপন জন
জন্ম -মৃত্যু তাই সেই কবে থেকে নিয়মে
বাধা পড়া জীবনের আলো কালো ভালবাসা।