রফিক আজাদ কোথায় এখন কেমন আছেন
নাকি অন্ধকারে হাবুডুবু দেশ দুনিয়া বাংলা
সুদূর তৃতীয় বিশ্বযুদ্ধ নয় ঠেকান এবার
আপনার দিকে তাক করা পিস্তলের নলটাকে


টাংগাইল ফরিদপুর নয় ঢাকা রাজপথে
অলিগলিতে সাত মহলা নয় বাংলা বাজারে
মতিঝিল কাফেঝিল নীলক্ষেত গোল কাঁচঘর
বারুদ বোঝাই সামনে পেছনে এক আওয়াজ


বিগত আগত বছরের সেরা মানুষ মাস্তান
এসব আলাপ যেখানে সেখানে করা মুশকিল
কিশোর মাস্তান ওঁৎ পেতে রয় চা পান দোকানে
তার দখলেও খেলনা নয় আসলটা যে নেই


সত্যি আজ আর সে কথা ভাবা যায় না কোনমতে
চা শেষ করেই সিগারেটে টান দিতে দিতে সেও
চড়াও হবে না আপনার উপর এমন নয়
কবি ভাতদে’র কবি এ কোন কাল এলো’র কবি


কবিতা তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারছে কিনা
আমার তা জানার দারুণ শখ ছিল এই দেশে
সেই দেশ বাংলা কুরে খায় মাস্তান সর্বনেষে।