নদীর কাছে যাই যাই করে
আজও হয়নি যাওয়া হয়নি কিছুই চাওয়া
দিনের চেয়ে রাত এলে সেই কথা জাবর কেটে
অবশেষে অনিদ্র পলাশ চোখ
ঘুমের পোশাক পরে নেয়


ফুলের কাছে যেতে যেতে
আজও পারিনি যেতে
সরল বাতাসে নেচে ওঠা পাপড়ির হাসি
দেখার সুখ তাই
কাছে এসে ফিরে গেছে


নদীর তীরে দাঁড়িয়ে আকাশ দেখার
ফুলের বাসে সহসা বিভোর হবার
বাসনা আমার থমকে যায় বার বার


নদীর কাছে যাবো ঢেউ মাখানো স্রোতকে
নির্দ্বিধায় বলবো
আমার ঘুনে ধরা ঝিমিয়ে পড়া জীবনে
বেগময় গতির সঞ্চার তুলে যেতে


ফুলের কাছে যাবো প্রাণ উজাড় হাসিকে
একান্তে বলবো
আমার হৃদয়ে ভালোবাসার
চিন্ময় পরশ ফিরিয়ে দিতে


নদী ও ফুলের কাছাকাছি
এখন থেকে জোঁক হয়ে আছি।