আশার এই যে পথ সহজ বলেই জানি
আসলে সহজ কিনা এখন সে কথা নিয়ে
নিজের সাথেই নিজে বলাবলি করে মরি
বলতে পারি না কিছু বুঝি না কোনটা ঠিক
আশার নদীতে কুল ছাপিয়ে জোয়ার এলে
তীরের মানুষ খুব খুশীতে হৃদয় ভরে
আশার ভূমিতে বিনা মেঘে বিষ্টি হলে
বর্গাচাষীর মন কি করে জীবিত রয়
তবুও সবাই থাকে না মরে বেঁচেই আছে
কোন ভরসায় কার উপর নিজেকে ছেড়ে
অজানা অচেনা কে সে কোথায় নিবাস তার ?
অনেকে চিনতে পারে অনেকে পারে না কেন ?
সরল পথের এক পথিক কি নাম তার ?
চিনতে জানতে চাই পারি না পারবো কি না
দেখার সুযোগ আছে কি নেই দেখতে চাই
চেনা পথ ভুলে গিয়ে অচেনা পথের বাঁকে
পড়ে আছি চোখ আছে কিছুই দেখিনা তবু
সে চোখের আলো ফিরে পাবার দাবীতে আছি।