এখানে নেমেছে গাঢ় অন্ধকার বারোমাস
বদ্ধ জলাশয়ে আমি বসে আছি
চর্তুদিক অন্ধকার প্রকান্ড প্রাচীর হয়ে যেনো
সজোরে ঠেকিয়ে পিঠ আকাশের বুকে মিশে আছে
চোখে মুখে শুধু দেখি ধাঁধার পোশাক
অনর্থক দীর্ঘ হয়ে যায়
এমন দেখেনি কেউ নিকট অতীতে কাছাকাছি


মিথ্যার শাসন এসে লুফে নেয়
নতুন দিনের আলো, অন্ধকার
জড় হয় ক্রমাগত
এখানে নিয়ত দেখি যন্ত্রণার ক্ষুদ্ধ হলাহল
উদোম দেহের ক্ষত বেয়ে নামে হিম রক্তধারা


কে-ও কুরে কুরে খায় স্মৃতির মগজ ?
কার ঘোষণায় মাথানত করে শ্রম দিতে হয় ?
অন্ধকার ঘিরে আছে আমার চৌদিকে
আমি তাই বসে আছি বুকে পুষে ক্ষোভের আগুন।