পাখির গান নদীর ঢেউ খোলা আকাশ
মুখস্ত ছড়া অথবা ঘুম থেকে উঠেই
কারো না কারো মুখের ছবি বেশী পুরানো
স্মৃতিকে কেড়ে আনতে জানে সংগোপনে
হাত ছেড়ে দাও পথ ছেড়ে দাও আমার।


পাখির গান নদীর ঢেউ খোলা আকাশ
অদৃশ্য হোক কেননা এই ব্যর্থ নিঃশ্বাসে
অনেক কষ্ট আগুন জ্বলে পুড়ে চৌচির
মাটির মতো উর্বরতা হারিয়ে ফেলেছে
হাত ছেড়ে দাও পথ ছেড়ে দাও আমার।