পকেটে পয়সা ছিলো না
দুঃখ ছিলো না সেদিন
প্রমথ তুই নেই আজ
মুক্ত বাতাসের ভিড়ে
আরেক জন আছে
না থাকার নাটক নিয়ে ব্যস্ত


কাক হৃদয়ে রূপসী ঢাকার
আকাশ মাথায় হাঁটছি
যথা কিংবা অযথা


হাঁটতে হাঁটতে তোর সব কথা
আমার কানে বিস্মৃতির বাউল
একতারা বাজায়


সীমিত জীবন সীমাহীন
অভাবের আজ্ঞাবাহক
তাকাতে পারিনে লোকালয়ে
ফিরে আসে চোখ।