জমির তোর খুব কাছে যেতে চাইছি বিশ্বাস কর
যেখানে তুই সেদিন যেতে চাসনি
সেখানে জোর করেই ওরা তোকে পাঠিয়েছিল


যাবার বেলা হয়নি দেখা
ছিলনা কেউ নিকটে তোর
শুকনো ঠোঁটে একটুখানি জল ঢেলে দেয়
চোখের ধারা মুছিয়ে দিতে মা জননী
তাকেও ওরা যেতে দেয়নি
এমন নিঠুর অসময়ে বড়ই একা কেউ দেখেনি
গুলির ঘাঁয়ে কলজে ছিঁড়ে
রক্তে ভেজা দেহ নিয়েই বিদায় হলি ক্যামন করে
পদ্মা তোকে আপন বুকে ঠাঁই দিয়েই
খুঁজলো তার যে কতশত অতীত জ্বালা
ঢেউ উঁচিয়ে সে কথাই বলছে যেনো:
‘জমির আছে আমার কাছে’
কেঁদোনা কেউ দেখবে তাকে
যে কোন এক ঝড়ের দিনে আমার তীরে এলেই তবে
দেখতে পাবে ঢেউ নিয়ে সে করছে খেলা
শক্ত হাতে রক্ত চোখে


জমির বিশ্বাস কর আজকে আমিও তাই
তোর কাছে ভাই যেতে চাই।


(চমৎকার সাহস)