একদিন দেখা হবে, জানি না কোথায় ?
তখন চোখের নদী শ্রাবণ মেঘের
থাবায় টগবগিয়ে পলকবিহীন
চেতনা ছিঁড়ে আবক্ষ যাতনা উঁচিয়ে
কুশল জানার মুখে তীব্র অভিমান
সহসা চৌচির হয়ে নাগিণীর ফণার
মতোন হারাবে বিষ; ভালোবাসা প্রার্থী
মহৎ জীবন কিছু বলার সাহস
নিকটে পাবে না খুঁজে নেশায় বেহাল
সাবেক হৃদয় তবু ছটফট বুকে ;
আকাশ পাড়ের সেই রাজসাক্ষী এনে
বরাহ নগরগামী ট্রেন ফেল করে
সমতট থেকে ধরে আনা আসামীর
মতো নীরবে দাঁড়িয়ে কিছুই বলতে
পারবে না যুগ যুগ পাপের চাকায়
মুখ থুবড়ে তোমার হাতে পরাজিত শুধু
সকাল বিকাল নেই দৃশ্য হীনরাত
তোমাকে ভুলতে পারে, এমন বাতাস
আজো এই নীলিমায় ছুটতে পারেনি
তবু পাবো কিনা বলো : শেষ দেখাটুকু।