শীতলক্ষ্যার বুকে চার কাব্যভ্রাতৃ
স্বাগত সূর্যের অভিযাত্রী
একমাল্লাই ঢেউয়ের ক্ষীপ্র ফণায়
হিমশীতল ছুঁড়ে মারে রক্ত কণায়
মধ্য আষাঢ়ের ক্লান্ত বিকেল কাঁদতে
তবুও অক্লান্ত একটানা সুর সাধতে
পদ্মার দুই তীরের দুই প্রাণ
সাহসী তারা ঘরের বাইরে সারা দিনমান
এখানে তারাও পরাজিত
সাগর কন্যা হয় হয়
চোখে ছিল না ভয়
নওগাঁ কন্যার অভীরু চিত্ত মরে কেঁপে
শীতলক্ষ্যার আষাঢ়ে বুক যায় ক্ষেপে
ঝড়ো হাওয়ার বড় কথা শুনে
চিত্তহারী কত প্রহর গুণে
অবশেষে বন্দরে ভিড়লো এসে তরী
এক দুই সবাই নামতে এসে পড়ি মরি
এই কথা স্মৃতি কথা হবে না কোন দিন
তবে কি না সত্যি করে বলছি আলোহীন
জীবন বিনাশী সংগীনের মুখোমুখি
ছিলাম তো কিছুক্ষণ এটা ভেবেই কেউ চির সুখী।