দিনে রাতে একই অন্ধকার জমে আছে চারিদিক
সেই কবে থেকে অবশেষে আপন জীবন সিঁড়িতে
আজ কৌতুহল মুখর অন্ধকার নেচে ফিরে
আর সবদিক জুড়ে আঁধার ছোঁয়া শব্দমালা
প্রতিধ্বনি তুলে যায় অবিরাম


আলো নেই ধারে কাছে সারাক্ষণ শুধু অন্ধকার
জটলা পাকার আকাশটা কালো মেঘে ঢেকে যায়
চোখের সামনে হঠাৎ একটি পাতিকাক উড়ে যেতে দেখি
রাত ভোর হতে চায় না


আরো কিছুটা সময় কুয়াশা বুকে থাকতে চায়
কতদিন আর পাথর চাপায় ঘরদোর বন্দী
কথা বলা বন্ধ থাকবে
আটকে রাখবে বেগমতি নদীর স্রোত
সোনালী রোদের ঝিলিমিলি ডানা নাড়া
না তা হয় না শাসক সেনানী সামনে কি আছে
যাই থাক তা নিয়ে মাথা খারাপ করা চলে না।