কোন দোষ নেই কারো সব দোষ মাথায় আমার
তুলে দিয়ে চলে যাও যেতে যেতে যদি মনে পড়ে
সে দিনের সেই কথা নদী তীর জলের খোয়াড়
সেতারের কানাকানি চেনা সুর বেদের বহর
বাজখাই ধূ ধূ চর বউ বাড়ি নিখোঁজ পুরুষ


টেপাখোলা থেকে বেশ দূরে এসে হঠাৎ কি যেনো
কি বলতে গিয়ে বলতে পারিনি, দরকার নেই
নাছোড় কথার সুখের অতীত সুখে থাক, যাই
এবার সামনে যাই দেখি মহান রোদের ঝড়
আকাশ ভেঙ্গে মাটিতে পড়ার আর কত দেরী


যতদোষ আছে চাপিয়ে দাও আমার ঘাড়ে
পড়িমরি বয়ে নিতে কারো কথা মনে পড়বে না
কবিতার সাথে কাউকে জড়িয়ে অদিনের সাথী
করার খেয়ালী কারুকাজ জানিনা বুঝি না আমি


কবিতা আমার কবিতা থাকবে কিনা অবশেষে
সে কথা জোরের সঙ্গে বলতে সাহস হয় না
কেউতো কীর্তিনাশা কালের চোখ ফাঁকি দেয়নি
কি করে কবিতা চায় তোমাকে পরিচিত রাখতে
সকাল দুপুর চলে যেতে আসে মহাকাল রাত
হাতড়ে বেড়ায় সব খানে কুরে খেতে যত সুখ।


(চমৎকার সাহস)