জীবন এখন কোন দিকে ডানেও নয় বামেও নয়
তাহলে কোথায় কোন দিকে শুধু কি একা বড়ই একা
কাটে না সময় ঢেউ মাখা নদীর তীরে দাঁড়িয়ে দেখি
সকাল দুপুর মাঝ রাত উধাও হয়ে প্রভাত আসে
জীবনের এপিঠ ওপিঠ কোন পিঠে কেউ নেই
কারও অপেক্ষায় সবাই আপনার অভিমুখে
বেদম ছুটছে অকৃপণ হৃদয়ে মাটির ডাকে
ঠিকানা অজানা তবু হেঁটে চলেছে যে যার মতো।