বৃষ্টি আসে উর্বশী আসে না
ধূসর আলো একাকি হেঁটে বেড়ায়
দূরের পাহাড় আড়ালে যেতে থাকে
নদীর ঢেউ সজল কথার সিম্ফনি কাটে না
নিঃশ্ব ধ্বনি আর প্রতিধ্বনির ইচ্ছে ধরে
রাখার শক্তি খুঁজে পায় না কোথাও
হঠাৎ একদিন এলে পরমাণু কণা
কী যে অস্থির আলোয় ভেসে ওঠে
ভেতর আর ছুটে চলে রক্ত প্রবাহ
দুর্দম্য বরিষণ কলার পাতায়
মাথা কুটে হয় না ক্লান্ত একটুও
এমন দৃশ্যের ভিড়ে শুধু চোখ
জেগে থাকে যুগ যুগ অনিমেষ


সেখানে অনবদ্য সুখের চিৎকার
মারমুখী রোদের আগুন ছুঁয়ে যায়
পতনের অমৃত জল তরঙ্গ খামাখা
এইতো ভাললাগা জীবন বিজ্ঞান
মানলে মানুক না মানলে বালাই
কেবল ভালবাসতে জানলে পৃথিবী
সুন্দরের জয় ললিতা দু’হাত ভরা
চৌমুহনি সবটা করতলে করে খেলা।