শোকের সামনে বসে তুমি নির্মাণ করো পরাবাস্তবতার মাঠ
নিরভিমান দিনান্তে তুমি পাথর কুড়িয়ে বেদনার রঙ মাখাও,
অশ্রু কুড়িয়ে চোখের পাতা ভরো, এমনি করে হাজারো স্মৃতি
কুড়িয়ে ছড়িয়ে দাও আগরের প্রান্তহীন মাঠে —
ভোরের আবছা অন্ধকার যতই গাঢ় হোক না কেন
তোমার মন খারাপ স্পষ্ট ঠাহর করা যায়।
অদৃশ্যমানতাই কি তোমার অদৃষ্ট?
আর কতদিন, ঠিক কতদিন এমন করে নিরুপায়
শোকের সামনে আটকে রাখবে পা?
আমি ধুলো মেখে আলোছায়াহীন যত তোমার সমীপে যাই
তুমি তত পিপাসাকাতর, দ্বিধাহীন ভেঙে পড়ো দিনরাত।
কীর্ণ বালির স্তূপে জেগে ওঠে তোমার হাহাকার ধ্বনি।
জীবনের কাছে তোমার দিন যাপনের কাহিনী লিখি পাতায় পাতায়।
চিরহরিৎ দুটি হাত দাও আমি ভালোবাসার ফুল আনি,
প্রাণবন্ত হৃদয় দাও আমি একটা মেঘলা আকাশ আনি, অঝোর বর্ষণ আনি
ধুয়ে মুছে যাক তোমার জীবনের পরাভবতার সমূহ গ্লানি।
ছড়িয়ে পড়ুক আনন্দের উৎসারিত আলো...