হারাবার ভয় থেকে আমি বারবার  
ফিরে গেছি তোমার গ্রাম —
যেন অনন্ত জীবন জুড়ে
অরণ্যের ছায়াপথ ধরে তোমাকেই চেয়েছি।
আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছি তোমার শরীর
যেমন লতা পাতা জড়িয়ে থাকে গাছেদের শরীর।
মানুষের সীমাহীন দিগন্তে
জলন্ত অগ্নিশিখার মত আমি জ্বলেছি তোমার ভালোবাসায়
জানি আমি ভালোবাসা থেকে মুক্তি নেয় আমার।
মাঝে মাঝে রৌদ্র এসে দগ্ধ করে সময়।
অন্ধকার থেকে আরও অন্ধকারের পথ ঘুরে
কাটিয়ে দিই অনেক প্রহর।
নিভন্ত রৌদ্রের ঈষদুষ্ণ বিকেলের শেষে
আমার বুকে জেগে ওঠো তুমি পুনর্বার
বিনিত চুম্বনে ও কম্পিত উচ্ছ্বাসে...