আমার থেকে তুমি যত আড়াল চেয়েছো
অন্ধকার তত তোমাকে  গ্রাস করেছে।
সঙ্গীহীন তুমি ফিরে গেছো নিজের আলোহীন জগতে।
কত শত অজুহাত দেখিয়ে তুমি সরে যেতে চাও।
আমার নিঃসঙ্গতার কারন তুমি, কি করে বোঝায়...
সমুদ্রের ঢেউ শুধু বয়ে যায় মানুষের শোকে আর সুখে
বৃষ্টি ভেজা শরীরে আমি মেতে থাকি তোমার প্রণয়ের আবেগে।
নিসর্গের সাথে সাথে কেন তুমি কঠিন হয়ে যাও
একদিন তুমিও খুঁজে পাবে আগামী সবুজের ঐশ্বর্য অপার
আজ যদি সরে গিয়ে আড়াল চাও...
আমি আলো নয় ব্যস্ত থাকব তোমার আঁধার পরখে।
তোমার পাশেই থাকব নিছক নিজের অভিমানে, রাগে।