বাকহীন থেকেছো তুমি
ভেবেছো একদিন তোমার আমার অভিসার হবে।
এক দিগন্তের ভ্রমনসঙ্গী হয়ে।
পথ বলে যাকে চিনি, চলেছে সে সম্মুখে
তোমার মল্লারপুর গ্রামের ধানফুল ক্ষেতে নবান্নের প্রান নাচে...
সময়ের করতলে যত কালো বিছিন্নতা নিয়ে একা থাকা,
একা একা থাকা যায় না তো বাঁচা?
মাঝে মাঝে মুখ তুলে বাইরে তাকিয়ে দেখো আকাশের দিকে
সোনালী রোদ্দুর মেখে শালিখেরা খেলা করে তোমার ঘরের চালে।
এই কঞ্চি বেড়ার ঘরে তোমার অভিসার হবে।
এ তোমার কেমন অভিকর্ষজ টান আমাকে বারবার
নিয়ে আসে তোমার ধানফুল গ্রাম।যতদুর দৃষ্টি যায় গ্রামীণ গাছগাছালির
সীমারেখার মত আবছা আঁধার। জোছনার আড়ালে নিঝুম নিশ্চুপ।
উদ্বিগ্ন তুমি পূর্ণতা পেতে আর কত দেরি। শব্দহীন বাঁশীটি বাজে
নীরব কোলাহলে...