বৃষ্টি হয়ে ঝরে পড়ো তুমি,
আমি ভিজতে ভিজতে ঘুমিয়ে পড়ি অন্তহীন
মেঘের ডানায় উড়তে উড়তে দেখি তোমার মেঘ উৎসব।
মেঘের বুকে তোমার পিপাসার জন্ম দেখে চমকে উঠি।
শেষ বয়সে তোমার প্রেম।
প্রথম জীবনে ভেঙে চুরে যাওয়া ব্যার্থতা। হেরে যাওয়া গ্লানি,
মন কেমনের সারি সারি মুখ।
সব ফিরে আসে তোমার জীবনে অনাহুতের মত।
মাঝরাতে জানালায় হাত রাখি
বৃষ্টি পড়ে অঝোর ধারায়।
সব কিছু ঝাপসা, ভারি নিঃশ্বাসের শব্দ, তোমার অবয়ব।
প্রেয়সী তুমি তাকিয়ে থাকো,
খোলা জানালায় কার ছায়া
বৃষ্টি থামেনি...