সমস্ত শরীর জুড়ে সময়ের দাগ, ঘোলাটে চোখের দৃষ্টি
মাথাজুড়ে সাদা চুলের সংসার।
প্রেমময় সংসারে জন্ম নেয় মনে অপার প্রসন্নতা।
গৃহিনীর দুয়ার থেকে যে পথ গেছে দুরে
সেই ছায়াপথের নীরব যাত্রী বাউল...
বাউল সমুদ্র খুঁজে তার পায়ে পায়ে দিগন্ত চারণ।
দিকে দিকে সূর্যাস্ত কুড়িয়ে ঢেউয়ের ভেতর তার সরগম শুনে।
ঝাউএর বনে সন সন হাওয়া বয়
ঝাউ কি হাওয়ার ভাষা বোঝে? শুধু ডালপালা দুরুদুরু কাঁপে।
বাউল তাকিয়ে দেখে অজয়ের জলে প্রনয়ীর বিমূর্ত ছবি,
আশরীর জলে ভেজা শাড়ী, ছেঁড়া কাঁটা ব্লাউজ,
প্রস্ফুটিত অনমোল স্বভাবের লজ্জাবনত স্তনযুগল।
অদূরে ঝাউ গাছের ছায়ায় দুলে ওঠে বাউলের এলোমেলো দিন
চোখের দৃষ্টি মেপে নেয় সময়ের বয়স।
সমুদ্র পিছিয়ে যায়, পিছোতে পিছোতে দিগন্ত বিস্তৃত বালি - ধূ ধূ নীরবতা...
বাউল তখন ছায়াপথের নিঃসঙ্গ যাত্রী।