তুমি তো স্বেচ্ছায় ভেঙ্গেছো সব সীমানা
সেই কবে যুগব্যাপী নিজেকে ছাড়িয়ে নিয়ে গেছো দুরে
ওই দূর নীলিমায়, অনন্ত নীলে —
নীলাভ এক স্বপ্নের মত।
পথহারা পথিকের মত স্রোতে ভেসে গেছো গাঢ় অন্ধকারে নিঃস্ব একা।
তোমার হাড় মাংসে স্বৈর শ্যাওলার শাসন।
তোমার জীবনে কারও জন্য ব্যগ্র পথ চেয়ে থাকা নেই
অন্তহীন অপেক্ষায় অপরুপ অস্থিরতা নেই।
নিদারুণ শুন্যতার অন্ধকারে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো —
তোমার চারপাশের পৃথিবীটা এত শীতার্ত কেন?
যেন তুমি সেই অভিশপ্ত ইডিপাস
অনবরত চলার গতি নিয়ে পৃথিবীর পথ হাঁটছো।
ভালোবেসে কারও হাত ধরবে এ তোমার ভাগ্যে নেই
কৃষ্ণময় মেঘের বলয়ে হারিয়ে যাওয়া প্রেয়সী নারী তুমি
তোমার শরীরে ছিল না অগ্নি উত্থিত অজেয় অশ্বের বিদ্যুৎ...