খুব কঠিন ব্যাপার ছিল না
তবুও আমি ছুঁতে পারি নি তোমার হাত।
অতি সহজেই তুমি বুঝিয়ে দিয়েছিলে
আমি কতটা বেমানান তোমার পাশে।
তোমার বাগানের বোগেনভেলিয়া জানে কতটা প্রেম ছিল আমাদের।
তোমার দৃষ্টি ছিল আকাশে, স্থির চিত্রের মত।
তুমি কি জানতে না গোপনে গোপনে কতখানি
যেতে  পারা যায় পায়ে পায়ে একক ভূমিকায়?
যাবতীয় ব্যথা জ্বালা বুকে নিয়ে বদলে গেছে আমাদের জীবন।
ঈষৎ হেসেছো তুমি, শূন্য পথে সূর্য ঢলে যায়।
তখন গাঢ় নীরবতা পথের বাঁকে বাঁকে
তবুও পথ জ্বল জ্বল করে। মলিন হতে দিই নি কখনও
অন্ধকার ছিল, ছিল কিছু বিভাজন, লড়ে গেছি সারাজীবন।
এই অসম যুদ্ধের সাথে লড়তে লড়তে বুকের
গোপন প্রনয় তুলে রাখি তোরঙ্গে।
সমস্ত বন্ধন যেন রাত্রি শেষে কবিতা হয়ে যায়।