পথ খুলে বসে আছি দাওয়ায়
আসবে বলে কই এলে না তো।
এখানে আসার অনেক পথ আছে ছড়িয়ে ছিটিয়ে।
দেখেছি গভীর রাতে জ্যোৎস্নার পায়ে জড়সড় হিম হয়ে বসে আছো।
অথচ তোমার দেহে বজ্র ছিল, বিদ্যুৎ ছিল, ছিল অবিরাম মেঘের মিছিল।
তোমার সব অঙ্গের ভাষা ফুটে আছে অনাদি নিখিলে।
তাই তো বার বার আগুন চমকায় তোমার চোখে।
কতকিছু আছে তোমার তোমাকে ঘিরে,
তোমার উঠোনে দেখি ঠাই দাঁড়িয়ে রোদ দল বেঁধে।
নীচে লক্ষ্মণরেখা তাকে পেরনো হল না তোমার কোনোদিন।
জরাগ্রস্ত রমণীর মত সারা জীবন তুমি পরাজয়কে স্বীকার করে গেলে।
রোদ্দুর পেতে বসে আছি দাওয়ায়—
এমনি করে একদিন তোমার অপেক্ষায়
জীবাশ্ম হয়ে যাবো...