আমি জানতাম তুমি আসবে পুজোয়
গ্রামে যাবো দেখা হবে তোমার সাথে
আমার হৃদয়ের দুকূল ছাপিয়ে ফুটে ওঠে আকুলতা
আমার একান্ত নিভৃতে। কিন্তু হল কই?
আমার বাড়ির গাছ মাটি শিকড়ে, ছাড়ানো অন্ধকারে
বিদীর্ণ ছায়ার আগুন। আমি জানি না প্রথার বাইরে কে আছে
দাঁড়িয়ে নিদাঘ নিঃশ্বাসে।
শুধু আকাশ জুড়ে ঘন মেঘের অন্ধকার, আর সেই অন্ধকারে
নিরর্থক কাজলটানা তোমার দুচোখে ভালোবাসার অর্থ খোঁজা।
ভেবে ছিলাম এবার তোমার হাতে তুলে দেব কিছু মেঘ
ঝরাপাতায় ধরে রাখা কিছু ভুল অভিমান।
চেয়ে দেখো সায়নী কুয়াশা লেগে আছে পর্ণমোচী বৃক্ষের শিয়রে।
কে জানে শব্দহীন প্রান্তরের নিঃসঙ্গতা ছুঁয়েছিল কবে?
কতদিন কেটে গেছে তোমার আমার, শিমুল তুলোর মত
উড়ে গেছে সেই সব না বলা কথা। দেখা হল কই তোমার সাথে।
যদি দেখা হত জিজ্ঞাসা করতাম আমি কি তোমার কাছে একটু অচেনা।
এখনও কো লেগে আছে তোমার আঁচলে বৃষ্টিকণা,
এখনও কি তোমার দুচোখে কৌতুক ঝরে পড়ে?
এখনও কি লেগে আছে তোমার গালে আমার চুম্বনের দাগ?
এখনও কি ফুটে ওঠে তোমার মুখে আমাকে না দেখার শান্ত বিষণ্ণতা।