নিজস্ব আগুনে দাহ করি আমার অবুঝ জীবন
ক্রমাগত ফিরে আসে নিবিড় অন্ধকার ঠেলে
অহংকার আর অভিমান ভরা তোমার অবয়ব।।
ইহজন্মের শোক ভুলে আনন্দ বিষণ্ণতা নিয়ে কিছু শব্দহীন
নিস্তব্ধতা ছুঁয়ে থাকে আমার উঠোন।
তুমি চলে যাওয়ার পরও কিছু ছায়া ও রোদ্দুরের গল্প পড়ে থাকে।
আমার গৃহস্থ জীবনের পাশে তুমিই অনাদি কুহক।
আমার অতল বোধের কাছে আজ এতদিন পরেও পরম শুন্যতা জাগে
একে একে আমি উৎসর্গ করি গোধূলির অবশিষ্ট আলোটুকু।
আমি সেই অপার্থিব দূরত্বকে ভালোবাসা মনে করে তোমার করপুটে
সমর্পণ করি মুগ্ধ কোজাগরী রাত...
মেঘবৃষ্টির হাত ধরে পলাশ শিমুল জুড়ে হেসে ওঠে তোমার মল্লারপুর গ্রাম।
ক্যানেলের ওধারে ফুলে ফুলে ভরে ওঠে মাতাল হৃদয়ের বসন্তের মধুমাস।
এই নিঝুম প্রহর জুড়ে চুপিসারে তুমি আসো অশরীরী রূপের ছটায়।
আর আজ আমি কথাহীন তোমার অনাশ্য প্রেমে...