অঝোর  ধারায় বৃষ্টিপাত
তোমার অভিমানের।
ভালবাসার গালবেয়ে গড়িয়ে যাওয়া
সড়ক পথে—
এবং মাটির অন্তরে আঁকাবাঁকা জলপাত্রে।
কি আশ্চর্য্য উন্মাদনায় নেচে ওঠে শৈবাল গুচ্ছ।
ভেসে যায় চরাচর বিস্তীর্ণ প্রান্তর।
আর আগুনের জলে ভিজে যায়
অসম্ভব আমি।
অহমিকা ভুলে মেঘের আঁচলে
হোলি খেলছে জলরং, নাকি ক্রন্দন?
নিশ্চুপ এই প্রত্যাবর্তনে স্পর্ধা ছিল জলের।
ভিজে গেল শরীর ।
ঠোঁটের হাসি
আর অগ্নিবানে ভিজে যায় অসম্ভব আমি।
যখন তারুন্য ছিল দেহ মনে
সময়ের গা বেয়ে অদ্ভুত নেশায়
প্রতিশ্রুতি ক্ষয় করে শেষ রাত অবধি —
আমি তোমার কাছে আসি।
চাঁদ বাদে আর কেউ জানবে না
রাত বয়স্ক হলে
আমি ভিজে যায় আগুনের জলে
সোনালী ধানের শিশিরে আমি
ফের ভেজাব –
উষ্ণ চুমুক – প্রকাশ্যে একটি বার।