আমার অনন্ত জীবনে এক তুমি
আবর্তিত হচ্ছো – হে মানবী।
আমার আত্মার চারিপাশে চিরকাল।
মৃত্যুহীন তুমি বেঁচে আছো
অসংখ্য অনুতে পরমানুতে
রাত্রি দিন সকল শরীরী আগ্রাসনে
তীক্ষ্ণ আর্তনাতে—
তখন তোমার শরীরকে মনে হত
বেঁচে থাকার এক চিরকালের অবলম্বন।
তোমার চুম্বনের মধ্যে
আমি অনুভব করতাম
তোমার শরীরের কম্পন।
আমি বেঁচে আছি সেই কম্পনের আত্মায়।
আন্দলিত হচ্ছে তোমার কটিদেশ
নিতম্ব আর স্তনাগ্রচূড়া ।
আমার জীবন জানি তোমার অস্তিত্বের সঙ্গে
সম্পৃক্ত। ক্ষুধার সকল তৃপ্তিতে
তুমি বেঁচে আছো। হে মানবী-
তোমার সকল শব্দ আর স্তব্ধতায়
ডুবে আছে অরণ্য লতাপাতা
আছে বাতাসের আলিঙ্গন—
তোমাকে নিয়ে তোমাকে ঘিরে
বেঁচে আছে আমার স্থাবর জঙ্গম।
আমার অস্তিত্বে আমি টের পাই
অশ্রান্ত কল্লোলে জীবন মৃত্যুর
বর্তুল সমাগ্রতায়
সময়ের যবনিকা।