অচেতন মনের অস্তিত্বে দাঁড়িয়ে
জেগে ওঠে অনুভূতির পৃথিবী—
ফুল, পাখী, নদী আকাশ অদৃশ্য প্রতিবিম্ব।
রক্ত মাংস চর্মহীন এক অলীক ছায়া।
আর শব্দহীন নিঃশ্বাসের ওঠানামা।
ছড়িয়ে দেয় উষ্ণতা
শীতের প্রহরে এই উষ্ণ ছোঁয়া
পুরুষালী গন্ধে বিমোহিত কম্পিত
এই আমি।
শিহরিত জেগে উঠি।
অস্থির ভাবে খুঁজে বেড়ায় হাজারো
প্রশ্নের উত্তর।
অনেক ভালোবাসা দিয়েছি
আর একটুও ভালোবাসা নেই
কি দোষে দোষী আমি। বিদগ্ধ অন্তর আমার
অগ্নির উত্তাপ নির্বিঘ্নে জড়ো করে –
বার বার হেরে যাই।
হেরে যায় নিবিড় বন্ধনের কাছে
যেখানে রোদের আঁচল ছুঁয়ে
অস্তমিত রজনী প্রতিদিন হেঁটে যায়
আমার নিকুঞ্জ সরবরে।
আমিত্বে ঘন শিশিরে ঝরে পড়ে একাকী-
----- আন্দোলিত সময়।
আগামী নস্টালজিয়ার অনন্ত প্রবাহে
পুড়তে পুড়তে আমি হলাম
শুদ্ধতম নারী।