একদিন তোমার শুন্যতা আমার
স্তব্ধ জীবনে
দীর্ঘশ্বাস হয়ে ঝরে পড়বে।
অকূল শোকে ফেটে পড়বে তোমার
সিক্ত চোখের প্রান্তর।
হাহাকারে চৌচির আমার স্বপ্নেরা
সেদিন ভিজবে
তোমার চোখের জলে।
মায়াময় এই পৃথিবীতে হাজারো স্বপ্নের জাল বুনে
আমি প্রথিত করেছিলাম –
প্রকৃতির অপার রহস্যের
     নির্জনতার ঘাস ফুল।
তোমার হাতের ছোঁয়ায় হেসে উঠেছিল
শস্যময়ী এই পৃথিবীর ধূসর প্রান্তর।
বর্ষার উত্তাল প্লাবনে ভেসে যায়
কত স্বপ্নসাধ।
সে এক আশ্চর্য প্লাবন শেষে—
স্মৃতির গাংচিল হয়ে ডানা মেলবো আমি
তোমার ওই নীল আকাশে।
হাহাকার করে তোমার ছায়াকেই পাব আমি
পাব না শুধু তোমাকে।
একদিন এই পৃথিবী তুচ্ছ ছিল
   ভালোবাসা ছাড়া—
এখন মনে পড়ে –
এই পরবাস এই অভিশপ্ত জীবন।
রাত্রির পর রাত্রি ঘুমহীন কেটেছে
নারীর কারনে।
শুধু তোমার শুন্যতা আমার মনকে
পুড়িয়েছে আগুনে চিরকাল।
হাহাকার করতে করতে
ঝরে যায় আমার তৃষ্ণা।
চোখের সামনে ভেসে ওঠে
শবনম সিক্ত তোমার রক্তিম ঠোঁট।
নত হয়ে আসে তোমার গ্রীবা—
ম্লান হয়ে যায় তোমার সুডৌল স্তনের লাবন্য।
এবং তাবৎ সৌন্দর্য।
অথচ আমি শৃঙ্খলিত জীবন নিয়ে
তোমার কাছে যেতে পারি না।