বার বার আমার মনে হয়-
তোমার ঠোঁটের রং ছুঁয়ে যায় আমার ঠোঁট।
সাত রংয়ের স্বপ্ন নিয়ে আমার
চোখের সামনে ভেসে ওঠে
তোমার মায়াবী চোখ।
আমার নির্জনতা বার বার আমার সঙ্গে কথা বলে।
‘—তুমি যদি আমার কাছে থাকতে
তুমি বলতে , হাসতে
জ্যোৎস্না রাতের প্লাবনে
তোমার চুল উড়ে যায়
বাতাসে অনুভব করি তোমার গায়ের গন্ধ।
রাতের তারার মত কেঁপে ওঠে তোমার
ঠোঁট ও তার পেলবতা।
বার বার মনে হয় আমার এই নির্জনতায়
তুমি আছো আমার পাশে পাশে
তুমি আছো আমার ধ্যানে জ্ঞানে
আত্মমগ্নতায়।
তোমার ছায়া ঘুরে বেড়ায় আমার
মনের আঙিনায়— তোমার ত্রস্ত পায়ের পদধ্বনি
আমার কানে নুপুরের তাল তোলে।
তোমার বুক থেকে খসে যাওয়া আঁচল
লুটিয়ে পড়ে ধুলোয়।
তুমি আছো সেই আমারই
আমার স্বপ্নের মাঝে – নির্বিকার
হেমন্তের বিকালে ফুটে ওঠা রজনীগন্ধা
আমার নির্জনতার মাঝে
ভেসে ওঠো – ষোড়শী সেই তুমি।


মাত্রা বৃত্ত