ভাবছিলাম একা বসে  মনের জ্যোতির আভাসে
তোমারে পড়িবে মনে  সময়ে সময়ে ক্ষনে ক্ষনে
যত সব স্মৃতি  আমি এক পথযাত্রী
চলে যাবো দূরে পিছু ফেলে মৃত্যুরে
নাই মনে আজ কোন ক্লেশ
জীবনের কাল হল শেষ।


ভোরে আমি উঠি  যত বন্ধন টুটি
পাই না তবু সাড়া।
মনের এক সংগোপনে  দেখা হবে প্রিয়ার সনে
তাই যত পথ আজি ছাড়া।
আমি বয়ে চলে যায়  দূর হতে দূরে যেন হায়
আমার মনে জেগে ওঠে আবেশ
জীবনের কাল হল শেষ।
এমনি করে শেষে   যাব আমি ভেসে
ভিড়ব না ঘাটে
তুমি ভাববে বসে  আরও কাছে এসে
মায়া নদী তটে।
যে গেছে সে যাক  কেউ থাক বা না থাক
আমি আছি বেশ
জীবনের কাল হল শেষ।
যত সব প্রীতি  আর ভাঙ্গা সব স্মৃতি
রবে না ধরায়।
জীবনের শেষ ক্ষনে  ভুলে যাবো আনমনে
ভুলতে তোমায়।
প্রদীপের আধো আলো আধো ছায়াতে
তোমার স্নেহের মায়াতে
এখনও আছে তার রেশ
জীবনের কাল হল শেষ।
আজি তোমায় মনে পড়ে  মায়ার বাঁধন ছিঁড়ে
জাগিয়ে দিতে ব্যথা
হোক না সে কল্পনা  পটে আঁকা আলপনা
নয় সে মিছে কথা।
আজি তোমায় দিলেম  আমার যত প্রেম
আর যত ভালোবাসা।
বিদায়ের শেষ ক্ষনে  স্থান দিও মনের এক কোনে
এই মোর আশা।
যেন হে চিরসুন্দরী  তোমার আমার জীবন তরী
যেন হয় না চিহ্ন লেশ
জীবনের কাল হল শেষ।