আত্মবিশ্বাসে অবিচল তোমার
স্মৃতিকে বুকে নিয়ে
রোম্যান্টিক চিন্তাভাবনা—
এক অলৌকিক সুবিপুল সম্ভোগ সঙ্গীত।
একাকীত্বে অনাহারে ব্যর্থ আমি
শোধ করি জীবনের ঋণ
তোমার আমার অহংকার
তেমনই আছে, তবে –
কখনও কখনও বয়সের কথা মনে পড়ে
ঠিক তখনই বুকের ব্যথাটা বেড়ে যায়।
সমুদ্রের ভয়ানক নির্জনতা
আর ঝড়ের বিপরীতে আজও তুমি
বর্তমান, আমার অপ্রস্তুত আত্মায়।
কবিতার উপর হাত রেখে পিছনে ফেলে আসি
নৈরাজ্যের দিন আর হাহাকারের রাত।
দুহাতে সরিয়ে দিই মেঘ।
শুক্লা দ্বাদশীর তুমি সেই সুরম্য চাঁদ।
বুকের মধ্যে ভেসে ওঠে গহন বিষাদ।
চোখের দুকূল জুড়ে কুয়াশার স্রোত
জলের দর্পণে দেখি তোমার রজঃস্বলা প্রেম।
নির্বাসিত জীবনে আসে ঊষার আলো
আকুলতা বাড়ে দেহমনে।
বিক্ষিপ্ত গুঞ্জনে ভাসে বাতাসী স্মরণ।
বিনীত রোদুর খুঁজে ফেরে
তোমার শরীরের স্মৃতি লবণ ।