আর কত দিন এমনি করে বয়ে বেড়াবে
নিজের নিঃসঙ্গতাকে
আর কত দিন লুকিয়ে রাখবে নিজেকে
নিজের কাছে।  
তুমি কথা দিয়েছিলে বৃষ্টিতে ভিজবে
আমার সাথে
জীবনের সব ব্যথাগুলো ধুয়ে যাক
বৃষ্টির অবিরল ধারায়।
তোমার নরম ঠোঁটে হাত রেখে
আমি বলব – তোমার হাঁসি কত সুন্দর
তোমার চোখের কোনে এতদিনের
লুকিয়ে থাকা কান্নাগুলো
সব ধুয়ে মুছে দাও এই বৃষ্টিতে।
তোমার স্বপ্নগুলো আবার জেগে উঠবে
তোমার ত্রস্ত পায়ের বিহ্বলতা ।  
তোমার লাল শিরিন ঠোঁটের পেলবতা।
তোমার করমচা রঙের হাত।
তোমার গোলাপি গাল
তোমার প্রতিটি উষ্ণ নিঃশ্বাস
সব আমি রেখে দেব
আমার প্রতিটি শিরা-উপশিরায়।


হে মেঘবালিকা তোমাকে জড়িয়ে ধরে
শ্রাবনের ধারার কাছে, পুঞ্জিভূত মেঘের কাছে
ঈশ্বরের গোপন প্রেমের কাছে
আমার স্বীকারোক্তি- আমি তোমাকে
ভালোবাসি।
পঞ্চান্ন বছরের বৃষ্টিতে ভেজা শরীরের
কাছে আগে কখনও আসি নি। এই সন্ধ্যায়  
বৃষ্টিতে ভিজতে ভিজতে তার সহস্ররূপ
দেখলাম।