এতদিন নিস্তব্ধতাকে সঙ্গী করে
পথ হেঁটেছ এ পৃথিবীর ধূলার’পরে
সৌন্দর্য্যকে  রেখেছ তুমি অন্ধকার
ক্ষুধার বিবরে।
যে ভয়ে দৌড়ে পালাও তুমি সামনের দিকে
সে টানিছে তোমাকে তোমার পশ্চাতের দিকে
অন্তহীন অপেক্ষার চেয়ে
শোক কে স্বীকার করা ভালো।
আহত বাঘিনীর মত ঘুমহীন
ক্লান্তিহীন কাটিয়েছ
বহুবছর –
জানি তুমি আছো
ধ্বংসমত্ত অন্ধকার ভেদ করে
যে শরীর তুমি বয়ে নিয়ে গেছ
সময়ের ’পরে —
জান তার সব আধার শুধু
নির্জন পুরুষের শরীরে।
হৃদয়বিহীন প্রেম তোমার চলে গেছে
শত আলোকবর্ষ দূরে
আজ ফিরে আসুক পরকীয়া রূপে
এ পৃথিবী’পরে। মজে যাওয়া নদীর মত
তোমার সব শিরা-উপশিরা।
প্রবাহিত হোক রক্ত চলাচলের ধারা
জেগে উঠুক মনে তোমার আনন্দের  
ফল্গু ধারা।
বেদনার মাধুর্য্যে গড়া তোমার
শরীরের প্রতিটি ভাঁজ
রাতের অন্ধকারে তুমি গেঁথে রাখ
বিষণ্ণতার গান।
তোমার সান্নিধ্যে আমি নেব  
ভালোবাসার ঘ্রান।
অনুভবে মনে হয় জীবনকে তুমি
দেবে ক্ষমা
জয়ের স্বাক্ষর এঁকে দেব আমি
তোমার প্রেমের প্রভাতী প্রমা ।