এক সরল রেখায় যখন
তোমার উদাসী চোখ  
অপার বিস্ময় নিয়ে চেয়ে থাকে।
ওই দূর অসীমে নিঃসঙ্গ উড়ন্ত
চিলের মত...
সেদিন থেকে তোমার স্বপ্ন দেখা শুরু..
ওই চোখে তোমার সব সৌন্দর্যের উপমা।
রঙিন আতস কাঁচের উপর জমতে থাকে  
তোমার স্বপ্নগুলো।

আমাকে ঘিরে তোমার যত আকুলতা
ঐ দূর নীল দিগন্তে তোমার
ছবি আঁকি
নিজস্ব জীবনের ক্যানভাসে—
সোনা ঝরা শীতের রোদ গায়ে
মেখে তুমি অপেক্ষা কর..
আমি ছুটে আসি তোমার কাছে
অপত্য স্নেহের টানে তুমি আঁকড়ে
ধরো শরীরের সমস্ত শক্তি দিয়ে।
তোমার শীৎকার ধ্বনি অনুরণিত
হয় আমার হৃদয়ে।
তোমার করতলে সঁপে দেব
আমার যত স্বপ্ন সাধ
তাই কবিতা লিখে যায়
এই নিশুতি রাত।