তোমার ফেলে দেওয়া স্মৃতিগুলো
আমি সযত্নে রেখেছিলাম—
আমার মনের মনিকোঠায়
তোমার এই টুকরো টুকরো অভ্যাস
আমি শিখেছিলাম তোমার কাছে
বিগত জীবনে..
তোমার এই কাব্যগাথা লিখতে লিখতে
প্রলম্বিত হয় আমার ডানার বিস্তার
প্রলয় খোঁজা মেঘের সাথে উড়ে
আমি গিয়েছিলাম তোমার দেশে।
তোমার লাল মাটির দেশ।
তোমার নীল চোখ আমি কতদিন দেখিনি!
তোমার অকৃপন ছায়া মৃতের মত
নিঃশ্বাস ফেলে আমার সুপবনে।
তোমার এঁকে দেওয়া চিহ্নগুলো
আমি ধরে ধরে আগুনে পুড়িয়েছি
যত জঞ্জাল আমি ফেলে দিয়েছি
ভোরবেলা রাস্তার প্রান্তরে—
হিমেল হাওয়ায় ভেসে আসে
শিয়ালের কান্না। মৃত পচা লাশ
আর দুঃখ পরিশ্রম সব
গলায় ধারন করে আমি বৃষ্টিতে
ভেজার জন্য অপেক্ষায় আছি।
হাজার প্রলোভনে আমি বিচ্যুত
হয় নি কখনও ।
প্রেম এসে চলে গেছে নিজের মত।
এখন শুধু বেঁচে থাকা কাঁকড়ার মত
এঁকে বেঁকে চলা পথে—
যে পথ গেছে আমার প্রিয় পথ
মল্লারপুর...