সুপ্তোত্থিতার মত জেগে ওঠো তুমি
জেগে ওঠে বিভীষণ অন্ধকারে
থমকে থাকা তোমার জীবন—
নির্জন অরন্যের পেট চিরে
শীতের কুয়াশা মাখা সন্ধ্যা
জেগে ওঠে।
সুবর্ণরেখায় বয়ে গেছে কত ঢেউ
তোমার মনের অজান্তে
হাজার পথিকের কোলাহল
পড়ে নি তোমার কানে?
শিশিরে ভেজা ঘাসে পড়ে নি তোমার
পায়ের চিহ্ন..
ফোটেনি তোমার মনে কোন  
অপরাজিতা ফুল।
আজ খুলে দাও তুমি
তোমার মনের অবারিত দ্বার।
ঘুম ভাঙ্গা কোন রাতে আমি চেয়ে থাকব
তোমার আশায়।
শীতের শেষ বিকালের রোদে
কাঁপন ধরেছিল অঘ্রানের ধানের শীষে
আমলকীর বনে হাওয়া দোলা দিয়ে
আলো আঁধারিতে এসেছিলো তোমার প্রেম।
তোমার এক টুকরো আশ্বিনের নীল  
আকাশে ভাসিয়ে দিচ্ছি জ্যোৎস্নার মেঘ।
ইতিহাসের পাতা থেকে বেরিয়ে আসা
পরিযায়ী পাখীর মত অনাবিল প্রেম।
তোমার ঘরের কাছে এখনও ওঠে নি সূর্য
তোমার পায়ের শব্দে নামে গা ছম ছম
সন্ধ্যা। শত জনমের তমসার কোটর হতে
সুপ্তোত্থিতার মত জেগে ওঠো  
মেঘবিলাসী তুমি।