তোমার আসতে দেরি হলে  
আমার মাথার যন্ত্রনা ছটফটিয়ে মরে—
নিজের বুকে ছুরি চালায় নিজে।
যখন তোমাকে দেখি
তুমি আসছো ওই দূরে –
আমার উছল মন শান্ত হয় ধীরে ধীরে ।
তুমি যখন আমার পাশে, তখন
আমার দেহের  
ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে ওঠে।
ঝড় ওঠে আমার মনে
তোমার লজ্জা মেশানো ঠোঁটের
হাসির দিকে চেয়ে—
তোমার সলজ চোখের ছলছল কপটতায়
আমি হারিয়ে যেতে চায়।
আগুন জ্বলছে মনে
অগ্নিগোলায় জ্বলছে দেহমন
না হয় তুমি একটুখানি বেখেয়ালে
জড়িয়ে ধরবে নিবিড় আলিঙ্গনে।
বিলীন হবে অবশেষে।  
তোমাকে কামনা করেছি আমার
প্রতিটি ফোঁটা অশ্রুর প্রস্রবনে।
পার্থিব মেঘপুঞ্জের ছায়ায় আমি
তোমাকে দিতে চেয়েছি ক্ষণিকের প্রশস্তি
আমার মনের প্রবল সংকীর্ণতা
জুড়ে পুড়ছে এই শহর, এই গ্রাম।এই দেশ—  
হৃদয়ের বুভুক্ষু শুন্যতায় বিমর্ষ তুমি।
  জ্যামিতিক সমীকরণে
এঁকে বেঁকে গেছে তোমার জীবন।
প্রনয়ের নিবিড় বন্ধনের কাছে আমার
সব কামনার পরিসমাপ্তি ।