তোমার ভালোবাসাকে জঠরে ধরে
আমি নিশ্চল দাঁড়িয়ে আছি
পাহাড়ের‘পরে।
এত কেন দাও তুমি অন্তহীন প্রসববেদনা।
ক্ষমাহীন তুমি,আমি বুঝেছি
তোমার মনের কাতরতা-
তোমার অপ্রকাশিত প্রেম।
সব সয়ে যাওয়া যত যন্ত্রণা।
নিঝুম কোন গোধূলি বেলায়
তোমার পায়ে পা মিলিয়ে
হাঁটতে হাঁটতে আমি উন্মুক্ত করেছি
নিজেকে তোমার সামনে—
সমুদ্রের প্রেমোচ্ছ্বাস নিয়ে আমি
উপহার দিয়েছি আমার
প্রথম কদম ফুল।
তোমার অফুরন্ত শরীরের রস আকণ্ঠ
করেছি পান। অন্ধকার জানালায়
আমার কবিজন্ম
যেন শীতের রাতে চুঁইয়ে  
পড়া কুয়াশা ঠেলে
বেরিয়ে আসা আরব্য রমণী।
টাইগ্রিসের জলে তোমার ছবি কল্পনা করেছি
আমার কৈশোরের বেদনাহত দিনগুলো
আর যৌবনের ঝলসে যাওয়া রৌদ্রের
অসহ্য আঁচ। সব আজ অর্পণ
করেছি ওই টাইগ্রিসের নীলজলে ।
তোমার স্পর্শ যখন ছুঁয়ে যায়
যেন হাজার লাউডগার শিহরন
জাগায় আমার শিরদাঁড়ায়।
আমার প্রতিটি রোমকূপে প্রজ্বলিত
হয় তোমার কোমল আঙ্গুলের স্পর্শ।
গাঢ় হয় আত্মসমর্পণের রাত।