একদিন তোমার জীবনে ঝড় উঠবে
অরন্যের পত্র মর্মরে বয়ে
যাওয়া ঝড়ের মত তুমি
সব হারিয়ে স্থিতু হবে একদিন।
অসাড় সমুদ্রবাসী মানুষের মত
তোমার চোখে ছিল নীল ঢেউয়ের উচ্ছ্বাস।
স্বপ্ন দেখো অহংকার নিয়ে
চলে যাও পশ্চিমের দিকে মরুযাত্রী।
অহংকারী প্রবাহ শক্তি। সাবধান
করুন যৌবন।
তোমাকে শুধু তোমাকেই
বলেছিলাম জ্যোৎস্নার রং ছড়িয়ে।
নিরুপায় আমি । ক্ষমা করো
তুমি নিজেকে।
তোমার উপর অভিমান ছিল
তাও না, রাগ তাও না
তবে কি অবিমৃষ্যকারিতা ?  
নাকি তোমার উদাসীনতা।  
আগুনে পুড়তে পুড়তে ...
তোমার মনকে বুঝেছি
স্বযত্নে অহংকারকে পালন করেছো
তুমি।
অহংকার ভরা মনে অন্ততঃ
শান্তি আসে না
প্রেম আসে না
ভালোবাসা আসে না।
তুমি কি জানতে
তোমার প্রগলভতা
তোমার অহংকার তোমাকে বারবার
বঞ্চিত করেছে
তোমার ভালোবাসা থেকে দূরে।
সময় পাল্টেছে, পাল্টেছে তোমার জীবন
বিবর্ণ, ধূসর মলিন তুমি
তুমি নিঃস্ব। তুমি শুধুই
ধ্বঃসের এক অবক্ষয়।