আমার যত স্বপ্ন যত আকাঙ্খা
সব তোমাকে দিলাম।
আমার যত সাধ আহ্লাদ তোমার চোখে
সমুদ্রের জল হয়ে খেলা করে।
মরু যাত্রির মত পথ ভাঙতে ভাঙতে
ক্ষয়িষ্ণু শরীরটা নিয়ে বয়ে বেড়াও।
একটাই শরীর একটাই আকাশ।
ঝড় উঠলে কত অচেনা তুমি
কেমন করে তোমাকে জানাই আমার ব্যাকুলতা।
তুমি সতত কষ্ট দাও আমাকে
তুমি প্রেমিকা – যন্ত্রণা দাও।
তোমার দেওয়া বিশ্বাস – যন্ত্রণা দেয়।
তোমার অন্য রুঢ় ভাষার কাছে
অসহায় আমার স্বপ্নেরা—
আত্মহননের পথ বেছে নিয়ে
শ্রাবনের ধারার মত ঝরে যায়
তোমার চোখ থেকে।
অন্তহীন এই দুঃখ ছাড়া
আর কিছু দিতে শেখো নি।
প্রেমের বিপরীতে আছে তীব্র ঘৃণা।
উদাসীন অবহেলা দিন রাত বাস করে
তোমার মনে নিশুত ছায়া।
তবুও তোমার মনে রয়ে গেছে
নিরন্তর বিকলাঙ্গ এই কালবেলা।