বিহঙ্গের মত ডানা মেলে আমি
উড়েছি তোমার আকাশে।
এমন উদার আকাশ, সীমাহীন নীল দিগন্ত।
সমান্তরাল ভেসেছি তোমার সাথে
মহাশুন্যে সংগমলীলা।
কুহকের মত মাঝরাতে আসো
স্বপ্নের চোখে।
তুমি বিস্ময়ে নেশাগ্রস্ত হাঁটতে থাকো
আদিগন্ত পথ।
তোমার দেহের খাঁজে লুকিয়ে রাখো
ধারাল অস্ত্র।
কোন প্রাকৃত গুহার গায়ে অপার্থিব
আলোয় পড়ে তোমার ছায়া।
আচেনা সরীসৃপের মত জেগে ওঠো
তুমি কুলকুণ্ডলিনী । সহসা ছোরা দিয়ে
ছেঁটে দাও আমার ডানা।
নিস্তরঙ্গ ভাসতে থাকে আমার এই দেহতরী।
আমি নামতে থাকি তীব্র গতিতে
মাটির দিকে—
যে ডানায় ভর করে আমার কবিতারা আসত।
আজ তারা ফিরে যায় তোমার স্বপ্ন নিয়ে
নিরক্ষরেখা বরাবর।
পড়ে থাকে তোমার রক্তমাখা ছোরার
এই মৌন অপঘাত।