বহুদিন পর ফিরতে চেয়েছো মানুষের মাঝে
মানুষের দ্যাখা পেয়েছো কি!
জীবনের এতখানি বেলা চলে গেল-
তবুও মানুষের দ্যাখা পাও নি।
মানুষের দ্যাখা পেতে গেলে
মানুষের মত মন চায়।
লোক লৌকিকতা সামাজিক বোধ
তোমার মনে রেখাপাত করে না।
নিঃসীম একা একা ছিলে তুমি
পিশাচের মত পিশাচসিদ্ধের দেশে ।
হৃদয়হীনতার প্রার্থনা করো
রুধিরপিপাসু ঠোঁটে।
নিষ্ঠুর ঠেকে এই লোকালয়!
মানুষকে দেখতে হলে করুনা ভিক্ষা করো।
মানুষের অন্তর্গত আলো চোখে নিয়ে এসো-
শেষমেশ যদি দ্যাখা পাও।
তামস-যঞ্জ থেকে উঠে এসে
সহস্র অগণন শঙ্কিতের ভিড়ে
উদ্বেগপীড়িত তুমি-
খুঁজে ফেরো উজ্জ্বল মুখ এই শহরে।
মানুষের জন্মের যত ভালোবাসাবাসি
পেতে চাও তুমি।
প্রনষ্ট ভাঙনে আজও
অবিরাম উদ্ভিদের মত ছটফট করে
তোমার সে প্রনয়।
জ্বলে পুড়ে ক্ষয়হীন শোকে
তবুও তুমি মানুষের দ্যাখা পেয়েছো কি আজও।