অঝোরে বৃষ্টি নামে
শ্রাবনের এই বারিধারায় ভিজে
যায় আমি।
হৃদয়ের বোধে ওঠে ঝড়—
নিশিদিন জমানো ক্ষোভগুলো
ধুয়েমুছে সাফ করে বলি-
জ্যোৎস্নার মত আমাকে ছুঁয়ে থাকো
তুমি সারা জীবন।
আমি ভিজতে ভিজতে দেখি - ক্যানভাসে
ভেসে ওঠে দূরে বহু দূরে মল্লারপুরে
তোমার দোতলা বাড়ীর ছাদে।
হে দেবী তুমি ঢেকো না মুখ
ভিজতে দাও তোমার কপালের টিপ
তোমার নির্মল চোখের পল্লবে
ফুটে আছে আমার প্রিয় নীলফুল।
আমার এই শোকের পোশাক খুলে
তোমার শিরা-উপশিরা থেকে
জন্ম নেবে আমার নতুন জীবন।
বৃষ্টি নামুক অঝোর ধারায়
শোকে দুঃখে বুজে যাওয়া তোমার
জীবন নদী হোক খরস্রোতা।
বুভুক্ষু হৃদয়ের কান্না
আর জীবনের অন্যায় অবিচার
শোষণের ঘর্মাক্ত কলেবর ধুয়ে মুছে যাক।
চোখে নতুন স্বপ্ন নিয়ে ওড়াও
পিকাসোর শান্তির পায়রা।
সূর্যের আলো ভাগ করে নিয়ে গড়ব
এক নতুন উজ্জ্বল পৃথিবী।