আমি তোমার ফুলদানির ওই
শুকিয়ে যাওয়া ফুলের তোড়া।  
তোমার নরম পায়ে
আটকে থাকা চটি জোড়া।
তোমার বাগানের আমি ঝরে
যাওয়া ফুলের পাতা
যার বুকের উপর দিয়ে তোমার
নিত্য দিনের হেঁটে যাওয়া।
আমি তোমার খাওয়ার থালার এঁটোকাঁটা
প্রতিদিন ডাস্টবিনে ওই ছুঁড়ে ফেলা।
আমি তোমার বুকের মাঝে জমে
থাকা কফের দলা।
প্রখর রোদের দহন জ্বালায় নিংড়ে ফেলা।
আর কত তুমি করবে আমায় অবহেলা
জীবন শেষে দেখবে শুধু শূন্য ঝোলা