হারাতে চাই না এই আকাশ বৃক্ষ ছায়া
আমাদের মাঝে জমে থাকা যত বিকাল
বট গাছের মত অনাড়ম্বর বেঁচে থাকার
স্বপ্ন বুকে নিয়ে—
অনেকটা পথ পেরিয়ে এসেছি আমরা।
জীবনের একমাত্র নিশ্চয়তার দিকে যেতে হবে।
শেষ বিকালের হাল্কা রোদ্দুর তোমাকে
করে তোলে মায়াবী।
তোমার অজান্তে তোমার দীর্ঘ ছায়া এসে পড়ে
ঠিক আমার শরীরে।
স্নেহ মায়া জুড়ে আলিঙ্গন দাও
তবুও তোমার অভিমানী চোখে
চিরবসন্তের মেঘ শুয়ে আছে।
স্বচ্ছ জলের নীচে ঘোর অন্ধকার
বীভৎস বেদনার বৃষ্টিতে মন খারাপ এই বিকালে।
ক্রমাগত তুমি ভিজতে থাকো
যে দুঃখবোধ কে পুষেছিলে মনে
একদিন তা জন্ম দেয় ঘৃণার।
মনে কারও প্রতি ঘৃনা এসে গেলে
এই শেষ বিকালের রোদও প্রখর লাগে।
    নদীর ভিতর থেকে উঠে আসে গরম নিঃশ্বাস।
যেন মনে হয় শিশিরে ভেজা শালুক পাতায়
উঠবে ঝড়—
বিবর্ণ পাতার ছোঁয়ায় লাগে ভালোবাসা বিস্মৃতি খেদ।
উঁকি মারে ব্যর্থতার অপমানে জমতে থাকা পাহাড়।
অথচ বনের উদাসী ছায়ার মধ্যে নেমে আসে নীরব গোধূলি
শেষ বিকালের আলো গায়ে মেখে
তোমার ভালোবাসার পাশে শুয়ে থাকে
এই আকাশ বৃক্ষ ছায়া।