আমার চারিদিকে অন্ধকার
যেন আমাকে গ্রাস করছে ক্রমশ
    গভীর অন্ধকারে আমি ডুবে যাচ্ছি।
তবুও আমি সূর্যের দিকে তাকিয়ে আছি
আমার প্রিয় মানুষটির জন্য।
আমার মঙ্গল প্রার্থনা—
আকাশ ভর্তি নীলাভ জলে ডুবে আছে
সেই সব শৈশবের দিন।
যা তোমার আমার কেটেছিল
অনাবিল প্রেমের বন্ধনে।
তোমার দেখান উচ্চাকাঙ্ক্ষাগুলি জ্যোতির্বলয়ের মত
ঘুরপাক খায় আমার সামনে।
তোমার প্রিয় সেগুন গাছের ডালে
ঝুলিয়ে রেখেছি নানা রঙের গল্পগুলো।
প্রতিটি সফল মানুষের মত তুমিও
আমাকে আড়াল করেছিলে বাইরের
কোলাহল থেকে।
আজ আমার অসহায়ত্বে
আমার চতুর্দিক থেকে উড়ে আসছে
ধূসর ধুলি ঝড়—
বাইরের নতুর অন্ধকার আজও
আমার কাছে অচেনা রয়ে গেল।
আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসে
যেন মনে হয় এই বিশাল পৃথিবীতে
আমি একা খুঁজে ফিরি তোমার পদচিহ্ন।
আজ সাতাশে শ্রাবণ তোমার মৃতদেহ
সযত্নে আমি কবরে শুইয়ে দিলাম।
আমার চোখ মুখ নাক সব ভিজে যায়
হৃদয়ের জলে। আমার আকাশ কালো হয়ে যায়
বাতাস ভারি হয়ে আসে ক্রমশ।
তবুও আমি সূর্যের দিকে চেয়ে আছি
তোমার মঙ্গল প্রার্থনা করছি।


( আমার প্রিয় দাদার অকাল প্রয়াণে  আমার বিনম্র সমবেদনা ও
  শ্রদ্ধা )