প্রতিশ্রুতি ভুলে তুমি চলে যাও
      ঘুমের গভীরে-
গ্রহণ লাগা পথ বেয়ে হাঁটতে থাকো
পরাজিত মানুষের মত। জাপটে ধরো
অন্ধকার। তোমার প্রতিশ্রুতি ঝরে পড়ে
জন্মদাগের বিষণ্ণ কদমের মত।
আহত জ্যোৎস্নায় তোমার অভিমান
উল্কি আঁকে পিঠে।
জীবনের স্রোত কেটে তুমি এগিয়ে চলো
দুরাগত কোন ট্রেনের মত।
জানালায় মুখ রেখে সরলরেখায় দেখো
আধখানা আকাশ।হাজার মানুষের মত
চোখে স্বপ্নের আবরণ।
জীবিকার টানে ঠাসাঠাসি ভিড়ে
তুমি ঢুকে যাও নগর জীবনে।
আগুনের খর তাপে পুড়ে যায়
তোমার জীবন যৌবন।
দুঃখের শিখায় কাঁপে তোমার শিথিল মনন।
চোখের দৃষ্টিতে তোমার মোহরূপী কামনার
শতছিদ্র বাসনা।
দৃষ্টিতে কি মিশে আছে অহংকার,অবিশ্বাস, ভয়।
প্রত্যাশার আগুনে জ্বলতে থাকো তুমি
তারাদের মাঝে আজও আমি দেখি
এক উপত্যকা ভালোবাসা বুকে নিয়ে
সারা জীবন জুড়ে তুমি খোঁজো
আলোর লাবণ্যমাখা মুখ।
মহাকাশের সমান্তরালে ভাসতে ভাসতে
একদিন তোমার গহীন আঁধার বুকে
জ্বালাব প্রেমের বাতি।
আমার সর্বস্ব তুমি নাও
শুধু আমার জন্য রেখো অগ্নিভ আঁধার।