শোকের পরেও থাকে এক অন্তিম শ্বাস
তার নিভু নিভু স্ফুলিঙ্গ আলোয় চলে
অজান্তে প্রেম প্রেম খেলা।
তৃষ্ণা ভেজা মেঘলা দুপুরে উড়ে আসে
হেমন্তের হিমেল হাওয়া।
স্বচ্ছ মেঘের ভিতর ভেসে ওঠে
তোমার অনাবিল জীবনের গান।
মুগ্ধ নীলিমার ঘায়ে মূর্ছিত হওয়া দিনগুলো
নীরব হয়ে থাকে। হৃদয়ের আবির ঢালা
শেষ আদরের অপেক্ষায়।
বন্ধুত্বের ছলে যে কথাগুলো বলেছিলে
অনায়াসে একান্ত গোপনে—
তার মধ্যে কি অপ্রতিরোধ্য কিছু ছিল
তৃষ্ণা কি জেনেছিল তৃপ্তিহীন কতদুর গেলে
কাতরতা গলে গলে তোমার নির্ঘুম চোখে
সে কাজল পরাবে।
তোমাকে আমি বসিয়েছিলাম আমার
বিশ্বাসের গভীরে-
তবুও আমি থেকে গেছি
তোমার মন থেকে অনেক দূরে।
প্রতীক্ষায় আছি অন্তর্জলি যাত্রায় যাব।
নদীর দুধারে ফুটে আছে সফেদ সময়।
ছেড়ে যাব আমি তোমার গ্রাম রাস্তাঘাট
গাছপালা, ঘরবাড়ী।
শেষ হবে আমার এই স্বেচ্ছাচারী
চণ্ডাল জীবন...
জীবনের শেষ তলানিতে কি আব্রু পেতে চাও।
কি করুন কপটতায় তুমি ঘটাও
অলৌকিক রক্তক্ষরণ।