জীবনের সব তাপ নিভে যায় হিমেল হাওয়ায়
ফুটে ওঠে কাশ বনে সফেদ রং-
তোমার অনুগত অনুভূতি স্তব্ধ হয়
সব ব্যর্থতার পরিনতি ঘটিয়ে।
ঘনীভুত হয় তোমার চারিদিকে পরিব্যাপ্ত
ঘূসর বেদনা।
নির্জন বাতাসে খুঁজে ফেরো দীপ্ত বিশ্বাসের বিশল্যকরণী।
নিজেকে আলোকিত রাখতে গিয়ে
পুড়েছ নির্মম আগুনে, ভেঙ্গেছ নিজেকে তুচ্ছ পরাজয়ে।
তুমি কত অনায়াস অথচ নির্মম
তোমার রক্তের ভিতর খেলা করে
বিশ্বাসহীন সম্পর্কের রক্তকনিকা।
তুমি কি টের পেয়েছিলে পরাভব জীবনের
শব্দময় সার্বিক চেতনাহীন সম্পর্ক
চিরদিন বাঁচে না।
আমি খুব কাছে থেকে দেখেছি তোমায়
বুঝেছি তোমার মনের কাতরতা
তোমার উজ্জ্বল বারান্দা জুড়ে সরল রোদের ছায়া
তোমার চঞ্চল হাসির ভিতর লুকিয়ে থাকে
সম্পর্ক বিচ্ছেদের দীর্ঘশ্বাস।
তোমার আমার সম্পর্কের নেই কোন ঐতিহ্যবাহী উজ্জ্বল ভবিষ্যৎ।
সব সময় একটা আতংক তোমায় তাড়া করে ফেরে।
প্রতি পদে তুমি হিসেব করে চল।
নইলে এই পরচর্চার শহরে বিক্রি হবে পদস্খলনের ছবি।
চরিতার্থহীন হাওয়ায় ভিজে যায় দুরের বৃষ্টিতে।
ক্রমশ ধূসর হয়ে যায় দিনান্তের গাছ, আকাশ
এই অপসৃয়মান সন্ধ্যায় সম্পর্ক বিচ্ছেদের
শিকড় বুক ফেটে ফিরে যায় মাটির গভীরে।